স্বার্থপরের মত – Life Changing Motivational Quotes in Bengali
Life Changing Motivational Quotes in Bengali – কারণ জীবনের সীমারেখা অংক করা অনেক কঠিন যেটা মানুষ কখনো বুঝতে চায় না।
আমরা জীবনে এমন মানুষের সাথে জড়িয়ে যাই যেখানে সেই জড়িয়ে যাওয়ার কারণে আমরা বাস্তবতাকে ভুলে যাই।
আর সেই বাস্তবতায় এসে আমাদের জীবনের পথ চলা মাঝখানে এসে থামিয়ে দেয়।
যার কারণে জীবনের সামনের পথগুলো চলা আমাদের পক্ষে অনেক কঠিন করে দেয়।
আর সেই থেমে যাওয়া পথ তাই আমাদের বাস্তবতা কি সেটা শিখিয়ে দেয়।
জীবন রেখা যেমন অংক করে মেলানো যায় না তেমনি জীবনের সাথে জড়ানো মানুষের চেনা রূপ একসময় যখন অচেনা হয়ে যায় তখন সেই অবস্থাটাকে চেনার উপায় মেলানো যায় না।
কদিন তার আফসোস হবে আর ভুলগুলো শুধরে নিতে আসবে আর তখন সে বুঝবে তোমাকে ছেড়ে সে কতটা ভুল করেছে।
কারো প্রতি এতটাই দুর্বল হয়ে যেও না যতটা দুর্বলতার ফলে তোমাকে কারো অবহেলার শিকার হতে হয়।
যেখানে নতুন করে কেউ চাচ্ছে না কারো মন পেতে সেখানে বাস্তব কারো আবেগ কে প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে।
ভালোবাসলে শুধু সবসময় কাছে থাকতে হয়না দূর থেকেও কাছে থাকা যায় যদি মনের দূরত্ব বাড়ে না।
কাছে সবাই আসতে পারে কিন্তু কাছে এসে পাশে সবাই থাকতে পারেনা।
কারন মানুষ কাছে আসতে পারে মুহূর্তের মধ্যে কিন্তু কাছে এসে পাশে থাকতে পারে না নানান ব্যস্ততার অজুহাতে।
তাই এমন কাউকে কাছে টেনে নিয়ে যে ব্যস্ততার অজুহাতে প্রয়োজনে তোমার পাশে থাকতে পারে না।
তুমি তাকে কাছে টেনে নিও না যে তোমার কাছে থাকা মুহূর্তে তোমার বকবকানি কে তোমার হাসি খুশি চেহারা কে পাত্তা দেয় না।
ভালোবাসলে শুধু তোমাকে আমার আমাকে তোমার কথোপকথন সারাদিন চলা না হাজার ব্যস্ততার মাঝেও একটু ফাঁকা সময় কথোপকথন চালিয়ে যাওয়াই ভালোবাসা।
ভালোবাসলে শুধু কারো কাছে কিছু চেয়ে বসে থাকলে হয়না কারণ ভালবাসার গভীরতা বড় হলেও কিছু চাওয়া পাওয়ার পূর্ণতা সব ভালোবাসার পাওয়া যায়না।
তাই তুমি চাও ছোট কিছু চাও যে চাওয়াতে পাওয়ার পূর্ণতা হেসে উঠবে ভালবাসার গভীরতা খানিকটা বাড়তে থাকবে।
কাল ভালবেসেছ আজও বাসেনি কাল সারাদিন কথা বলছো আর বলো নি এমন অভিযোগ নিয়ে অভিমান করে থেকো না কারণ ভালোবাসা সময় হয় না সবাই বলছে প্রকাশ পায় না সে কথা বললে হয় না কেননা মানুষের অনুভূতিগুলো পরিবর্তনশীল আজ এ রকম অনুভূতি হবে তাই আজ এরকম ভাবে ভালোবাসা প্রকাশ পাবে কাল অন্যরকম অনুভূতি হবে তাই অন্যরকম ভাবে ভালোবাসার প্রকাশ পাবে।
কিন্তু ভালোবাসা মনের গভীরে সব সময় থাকবে তবে প্রকাশিত হবে একটু অন্যভাবে তাই সবকিছুতে অভিমান না করে অভিযোগগুলোর রেখো নিজের করে।
এদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে কথাবার্তা নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো।