না বলা ভালোবাসার কিছু কথা – কথা না বললে খুব কষ্ট হয়
পুরো পৃথিবী কে আলো করতে যেমন একটা সূর্য যথেষ্ট তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মত একজন মানুষই যথেষ্ট
বাবা-মা দুটো সময় কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়।
অতিরিক্ত এক্সপেক্টেশন আমাদের জীবনে হতাশা বয়ানে।
সুতরাং সবকিছুতেই এক্সপেক্টেশন অল্প রাখবেন দিনশেষে ভালো থাকবেন।
কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করার কিছুই নেই কারন এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না।
পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয়।
কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায় শত ভালবাসা দিয়েও তুমি তাকে তমার করে নিতে পারবে না।
সত্যি বলতেই প্রিয় মানুষটার সাথে কথা না বললে খুব কষ্ট হয়।
ইদানিং আমার নীরবতা ভালো লাগে কোলাহল এর মাঝে আমি বিশ্বাসঘাতক স্বার্থপরদের দেখতে পাই।
যে অপেক্ষা করতে জানে তার কাছে একদিন সবকিছু আসে।
একটা সময়ের পর নিজের পায়ে দাঁড়ানো টা একমাত্র লক্ষ্য হয়ে যায়।
আমাকে সামান্যই ভালোবাসো কিন্তু তা যেন দীর্ঘ দিনের জন্য হয়।
মা মাথায় হাত বুলিয়ে বলল, বাবু যার জন্য নিয়ম ভাংবি একদিন সেই তোকে ভেঙ্গে চলে যাবে।
জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই,
জোর করে কাউকে মেসেজ দিতে বলতে নেই,
জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই,
জোর করে কাউকে কল দিতে বলতে নেই,
মানুষকে জোর করতে নেই,
নিজেই বেহায়া হবেন।
লাভ নেই বাদ দেন।
ইচ্ছে হলে দাম দিবে।
না হয় না, বাদ।
মানুষ তার পছন্দের মানুষটাকে আইডি তে ঘুরতে পছন্দ করে বেশি।
আইডি ঘুরে ঘুরে এসে স্ট্যাটাস প্রত্যেকটা কমেন্ট, কমেন্টের রিপ্লাই ফলো করে।
কবে কখন কোথায় কে কি কমেন্ট করেছিলো সব তার মাথায় গেঁথে যায়।
প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যিই অনেক দুঃখী মানুষ।
যে অনুভূতি বোঝেনা সে অভিমান বুঝবে কিভাবে।
যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন।
পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন বাবার কাঁধে ছেলের লাশ।
সত্তিকারের ভালবাসা একবার নয়, দুবার নয় শতভাগ ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়া কথা ভাবে না।
সবার জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে বৃষ্টিতে ভেজা হয় না কখনো কিন্তু বৃষ্টি পড়লেই শুধু তার কথা মনে পড়ে।
সময় খারাপ হলে অনেক কিছু খারাপ ঘটে এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায়।
জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়ার খুব দরকার।
যদি কাউকে সত্তিকারের ভালবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনো খোচা দেওনা।
পারলে তুমি তোমার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও।
আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই।
যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হল বাবা।
যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হল মা।
পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনদিন ফুরাবেনা।
ভালোবাসার কষ্টের স্ট্যাটাস – শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়