Breakup Motivation Bangla – ব্রেকআপ থেকে বেরিয়ে আসার উপায়
Breakup Motivation Bangla
ভুলতে পারিনি আমি, তোর মুখের অল্প একটু হাসি।আমাকে কত বেশি আনন্দ দিতো।
ভুলতে পারিনি আমি তোর চোখে চোখ রাখলে।আমার হৃদয় জুড়ে জোরে ধক ধক করতো।
ভুলতে পারিনি আমি, তোর করা প্রত্যেকটা প্রমিস কতটা মিথ্যা ছিল আমি কখনোই ভুলতে পারবো না।
সেই উত্তেজনায় ভরা খুশির দিন টাকে,যেদিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম।
কিন্তু আজ সেই দিনটা ,শুধু একটা সাদা কাল স্মৃতি হয়ে রয়ে গিয়েছে।
কে কতটা ভুল করেছিল, সেটা কিছু মাস কিছু বছর পর আমরা দুজনে জানতে পারবো। এখন তোর কাছে আমার কোন মূল্য নেই, কারণ তোকে অন্য কেউ আমার থেকে বেশি মূল্য দিচ্ছে।
সে তোকে ভীষণ ভালোবাসেন, এটা তোকে বোঝাচ্ছে।
আরো একটু সময় যেতে দে রিলেশনটা শুধু একটু পুরনো হতে দে তারপর তুই চিনতে পারবি নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে।
কিন্তু আফসোস ততদিন আমি তোর থেকে অনেক দূরে চলে যাবো,কষ্টে বুক ফেটে গেল আমাকে কাছে পাওয়ার খুব ইচ্ছা হলেও সেদিন তুমি আমাকে আর খুঁজে পাবি না।
আমার প্রত্যেকটি স্মৃতিগুলো, সেদিন তোর মনকে আফসোসে ঘুরিয়ে দেবে।আমি একলা হয়ে গিয়েছি তো কি ভাবছিস ,আমি ধ্বংস হয়ে যাব না একলা হওয়ার পরই একটা মানুষ নিজেকে চিনতে পারে।
বরং আর অনুভূতিকে নিয়ে, কেউ খেলা করতে পারে না।
ব্রেকআপ থেকে বেরিয়ে আসার উপায়
আজকের এই কষ্ট গুলো আমাকে ভেঙ্গে ফেলবে এটা ভুল ভাবিস না। কারণ এ কষ্টগুলোই আমার মনকে আরও কঠোর পরিশ্রমই করে তুলবে।
নিজেকে ভীষণ মূল্যবান ভেবে হাওয়া উড়িস না।কারণ ওই মূল্যটা আমি তোকে দিয়েছিলাম আর দিয়েছিলাম বলেই তোর আসল উদ্দেশ্যটা আমি জানতে পেরেছিলাম।
শোন তুই আমাকে যতটা কষ্ট দিয়েছিস তার দ্বিগুণ তোকে সহ্য হবে।
তোকে জীবন দিয়ে ভালবাসবে এমন একটি মানুষ পাওয়ার জন্য, তোর অপেক্ষার বাঁধ ভেঙ্গে যাবে।
তোর দেওয়া ভালোবাসা আমার জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছিল,কারণ জীবনের প্রথম ভালোবাসা তোর সাথে হয়েছিল।
কিন্তু তুই সেই সব কিছু ভেঙে দিয়েছিস, এখন আমি কোন মেয়ের ভালোবাসা চাইনা,চাই শুধু নিজের জীবনের সফলতা।
যা ভালো থাকিস ,আর তোকে ধন্যবাদ, আমাকে এই ভালবাসার খেলা থেকে মুক্ত দেওয়ার জন্য।
যাতে আমি আমার সমস্ত এনার্জি ও চিন্তাশক্তি কিভাবে জীবনে সফল হবো সে উদ্দেশ্যে আমি লাগাতে পারি।
তোর ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমি কত কিছু করেছি ,কিন্তু সেগুলো করতে গিয়ে আমি আমার বাবা মায়ের ভালোবাসার মূল্য দিতে একেবারে ভুলে গিয়েছি।
তোকে এতটা ভালোবাসার পরও তোর কাছে আমার কোন মূল্য নেই ,কিন্তু হাজার রাগ জেদ করার পরও আমার মায়ের কাছে আমি এই দুনিয়ার সব থেকে মূল্যবান জিনিস।
শোন আমি আর এই ভুলগুলো করবো না প্রেম ভালোবাসার জালে নিজেকে আর জড়াবো না।
জীবনে এগিয়ে যাওয়া ছাড়া অন্য আর কোন কিছু আমি ভাববো না।
সফল হতে গেলে যতই কষ্ট হোক করতে হোক আমি করতে পারব।
কারণ তার থেকেও অনেক বড় কষ্ট আমি সহ্য করে নিয়েছি ,যেটা তুমি আমাকে দিয়েছিস।
আমার মনের অতৃপ্ত ভালোবাসা পেয়ে আমি তুলে রাখবো অন্য আরেক জনের জন্য কিন্তু তা বলে আমি তোর কাছে আর কখনো ফিরে যাব না।
কারন তোর দেয়া কষ্টের দিনগুলো এবার শেষ হতে চলছে।
এবং আমার জীবনে একটি নতুন মোড় হতে চলছে।
তোকে এবার আমি একেবারেই ভুলতে চলেছি, কারণ আমার জীবনের লক্ষ্য কে আমি দেখতে পেয়েছি।
কেউ আমাকে এ পথ থেকে সরাতে পারবেনা, কোন কিছু আমাকে আর থামাতে পারবে না।
তোমাকে অনেক ধন্যবাদ, কষ্টের সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
তা নময় তো কিভাবে আমি, এতটা সাহসী ও পরিশ্রমী হতে পারতাম না।
আমাকে ছেড়ে যাওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ, কারণ প্রতিদিন প্রেম ভালোবাসা ছাড়া আমার জীবনে আর তো কোনো লক্ষ্য ছিল না কিন্তু এখন আমি জেনে গিয়েছি যে ভালোবাসা ছাড়াজীবনে অনুভব করার মতো নতুন জীবনটা সবে শুরু করেছি তাই একটু স্ট্রাগল করতে লাগছে।
চারদিকে শুধু ধোয়া ধোয়া দেখছি কিন্তু কত সময় থাকবে কুয়াশা।
সূর্য উঠলে সেটা তো কয়েক মুহূর্তেই অদৃশ্য হয়ে যাবে আকাশে মেঘ যতই থাকুক সূর্য পৃথিবী কে ঠিকই আলোকিত করে দেয়।
এখন আমার জেদ শুধু একটাই জীবনে বড় কিছু করে দেখানো সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো।
শেষবারের মতো মন থেকে তোকে বলছি ভালো থাকিস খুব খুব ভালো থাকিস।
কারণ এই কথাটা বলার সময় ও সুযোগ আর হয়তো আমি পাব না কারণ বাচ্চাদের খেলা ছেড়ে এখন আমি বড়দের খেলায় যোগ দিয়েছি।
গুডবাই মাই ডিয়ার এক্স।
ভালোবাসার নতুন সব আপডেট পেতে আমাদের অন্য আরেকটি সাইটে ভিজিট করতে পারেন।