Life Changing Motivation

Emotional Status Bangla – সে তোমাকে কখনো ছাড়তে চাইবে না

Emotional Status Bangla – বুঝে নিও সে তোমাকে কখনো ছাড়তে চাইবে না, যে তোমাকে তার ভাবনাতে নিয়ে ভাবতে কখনো ক্লান্ত হবে না। 
কারো সুখের জন্য নিজের ভালোবাসাকে না ভালোবাসার মানুষকে ত্যাগ করাই শ্রেয়।
ভালো চেহারার মুখোশধারী মানুষ বাস্তবতা থেকে অনেক বেশি বিষাক্ত।

যাবে তুমি ফিরে এলে খোজো কেন শেষ বিকেলে কে কার খবর রাখে ভব সংসারে। 

নিয়ম করে ভালোবাসার মানুষ একদিন আস্তে আস্তে অনিয়মে পাল্টে যায়। 

তাকে কখনো কাঁদাবে না, যে তোমাকে না হাসিয়ে নিজে কখনো একা হাসেনা না। 

কাউকে ভালোবাসে তারা দায়িত্ব নিয়ে প্রিয় মানুষের গুরুত্ব বুঝে যারা।

ভালো সময় পাশে থাকতে চাই আর খারাপ সময় সবাই পাশে দাঁড়াতে চায় না। 

দূরে সরে যেতে চায় প্রতিটি গল্পের শুরুটা ভালো যদি হয় তবে শেষটাও ও হাসিখুশি দিয়েই হবে। 

যদি বিশ্বাস আস্থা মনের মধ্যে গেঁথে রয়। 

প্রতিটা রাতের শেষ প্রহর হয় ভাঙ্গা স্বপ্ন তে। 

প্রতিটা দিনের শুরু হয় মিথ্যে ভালো থাকার অভিনয় করে। 

যেখানে তোমার মনের কোন দাম নেই, বুঝে নিও সেখানে তোমার মন বোঝার ক্ষমতা নেই। 

আমি যাকে চেয়েছি তাকে পায়নি সেটা আমার ব্যর্থতা না আমি যাকে চেয়েছি সেটা সে বোঝেনি সেটা তো তার ব্যর্থতা। 

আমি যাকে পেয়েছি তাকে হারিয়েছি সেটা আমার ব্যর্থতা না, সে হারিয়ে যেতে চেয়েছি আমি বাধা দেই নি। 

সেটা আমার দোষ না, আমার প্রিয় জিনিসটি চোখে দেখেনি ও প্রিয় জিনিস বোঝেনি সেটা আমার বোঝাতে ঘাটতি ছিল না সেটা ছিল তার বোঝেনা নিতে পারার ব্যর্থতা। 

যে কারো প্রিয় ও প্রিয় জিনিসের গুরুত্ব বোঝেনা সে কখনো কারো প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা রাখে না।

প্রিয় মানুষ মানে শুধু কারো প্রিয় ব্যক্তি হয়ে ওঠানা প্রিয় মানুষ মানে শুধু সময়ের পর সময় মুহূর্ত বা কথা বলে কাটিয়ে দেওয়ানা প্রিয় মানুষ মানেই সততা দিক দিয়ে নিজের প্রিয় জিনিস অন্যের জিনিসের সাথে মূল্যায়ন না করে নিজের প্রিয় জিনিস কে বড় না ভেবে অন্যের প্রিয় ওপ্রিয় জিনিসটি গুরুত্ব দেওয়া। 

প্রিয় মানুষ মানে কারো কাছে প্রিয় হয়ে ওঠে না প্রিয় মানুষ মানে কারো কাছে নিজের সম্মান ও শ্রদ্ধা কে প্রিয় গড়ে তোলা। 

তুমি এমন কাউকে চেয়েও না যে তোমার প্রিয় জিনিস কে চায়না। 

প্রিয় জিনিস কি বোঝে না তুমি তাকে চেয়েও না যে তোমার প্রিয় জিনিস এর গুরুত্ব না দিয়ে তোমার প্রিয় জিনিসটি ভালোবাসে না। 

তুমি যেটা চাও সেটা যদি সে না বোঝে বোঝে নিও সেটা তোমার ব্যর্থতা আর তোমার অনুপ্রেরণা। 

আর যে তোমার সেই অনুপ্রেরণায় তোমার চাওয়া পাওয়া বুঝে নিতে পারে সেই প্রিয় জিনিস কে একসময় প্রিয় করে তুলে রেখে দেয় ভালবাসার বাহুডোরে।

ভুল জায়গায় কাউকে ডাক দিলে কেউ শোনেও শুনবে না। 

কারণ ভুল জায়গায় ভুল মানুষ বসবাস করে, যে মানুষ একসময় বসবাস করত তোমার বুক পাজরে হারানোর আগে বোঝা যায় না। 

কিন্তু হারানোর পর কি হারিয়েছো সেটা কখনো তুমি খুজে পাবে না। 

ভালো থাকার জন্য বেশি কিছু করতে হয় না কোনো চাহিদা ছাড়া ভালো মনের মানুষ একজন বেছে নিতে পারলেই যথেষ্ট।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button