Life Changing Motivation – দৃষ্টিভঙ্গি বদলান, জীবন এমনিতেই বদলে যাবে।
Life Changing Motivation – যে ছেলে ছ্যাকা খেয়ে গালাগালি দেয়, কদিন পর সেই ছেলে আবার প্রেমে পড়ে।
চলচ্চিত্রর ভালো মেয়েটিরও দুদিন পর ভিডিও ফাঁস হয়।
মায়ের বকা ছেলেটাও একটা সময় প্রেমে পড়ে।
মা বাবার চোখের গরমে কেঁদে দেওয়া মেয়েটিও রাতে লুকিয়ে বাঁশবাগানে যায়।
16 বছরের ছেলেটা বলে তোমাকে ছাড়া বাঁচবো না।
10 বছরের মেয়েটাও স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে।
প্রতিদিন কেউ ধর্ষিতা হয়ে কেঁদে বুক ভাসায়।
আবার কেউ লাজ লজ্জা ভুলে দেহের ক্ষুধা মেটায়।
কাকে দোষ দিবো বলেন।
দিনশেষে এদের নিয়েই তো আমাদের বসবাস।
নারী ছলনাময়ী নারী বেইমান।
পুরুষ স্বার্থপর পুরুষ বিশ্বাসঘাতক।
পরের বোনটা মাল নিজের বোনটা কলিজা।
পরের ভাই টা লুচ্চা আর নিজের ভাইটা ফেরেশতা।
রোগা না মেন্টাল না মানুষ জাতটাই এমন।
দৃষ্টিভঙ্গি বদলান, জীবন এমনিতেই বদলে যাবে।