Motivation to Change your life – জীবনে এমন একজন মানুষ থাকা দরকার
Motivation to Change your life – জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যে শুধু তাকে নিয়েই ভাবে।
জীবনে এমন একজন মানুষ থাকা দরকার দিনশেষে যার কাছে নিজের মনের কথা গুলো খুলে বলা যায়।
মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না।
মানুষ ছটফট করে মরে যায় যখন তার প্রিয় মানুষটি কাছে থাকে না।
মানুষ যত ডিপ্রেশনে বুকে তার চেয়ে বেশি ভোগে একাকীত্বে।
ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায় কিন্তু একাকীত্ব কখনো নিজে নিজেই কাটিয়ে ওঠা যায় না।
একাকীত্ব দূর করার জন্য হলেও একজন প্রিয় মানুষ থাকা দরকার, একাকীত্ব সময় সেই মানুষটির যেন পাশে থাকে।
চুপ করে আছি তাই ভেবে নিও না যে ভালো নেই, মাঝে মাঝে কথা বলতে ইচ্ছে করে না তাই চুপ করে থাকি।
কেউ একজন মন খারাপ টুকু বুঝে নিক একাকিত্বের ছায়া হোক রাজাকার কারণ হোক শুধু নীরবতা টুকু ভেঙে না দেখ।
কথা না বলুক তারপরও একজন প্রিয় মানুষ থাকার লাগে যে মানুষটি বিপদে-আপদে একটু সহযোগিতা করে।
বিশ্বাস করার মতো একজন ভালো মন খোঁজে, কারণ সে চায় তার যতই মন খারাপ থাকুক না কেন তার কাছে বা পাশে থেকে কেউ জেনে তাকে বলে তোমার কিছু হবে না আমি আছি তোমার সঙ্গে।
জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার যার সাথে অন্য কারোর কোনো যোগাযোগ থাকবে না।
সেই প্রিয় মানুষটা অন্য কারো কথা কখনোই ভাববে না শুধু ভাববে আমার কথা আর মানুষটা থাকবে শুধুই আমার।
700 কোটি মানুষের মধ্যে যার একটা একান্তই নিজের মানুষ আছে সেই মানুষটা কখনো একা নয়।
সেই মানুষটিকে কখনোই একাকীত্ব স্পর্শ করতে পারেনা সেই মানুষটি হতে পারে একজন ভাগ্যবান ছেলে অথবা মেয়ে।
তোমার বিপদ দেখে যে মানুষটা মুখ ফিরিয়ে চলে গেল তুমি তার বিপদে পাশে গিয়ে দাঁড়াও।
তোমার থেকে পাওয়া ওই মানুষটার হতে পারেনা এর থেকে বড় প্রতিশোধ।
যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গিয়েছে তুমি যতটুকু সম্ভব চেষ্টা করো যাতে ওই মানুষটা অন্য কারোর থেকে না ঠকে যায়।
কাউকে ঠকানোর মাঝে কোনো মুহূর্ত নেই কিন্তু কাউকে বিপদ থেকে বাঁচাতে পারলে তার মুহূর্ত অনেক বেশি।
যে মানুষটা সকলের কাছে তোমার বদনাম করে বেড়ায় তার বদনাম তুমি করোনা।
বরং যতটা পারো তার দোষ গুলোকে গোপন রাখো।
একদিন ওই মানুষটাই তোমার সফলতা দেখে আফসোস করতে থাকবে।
তোমার সফলতায় হলো তার জন্য প্রতিশোধ।
তোমাকে রক্তাক্ত করে যে মানুষটি চলে গিয়েছে তুমি নিজের রক্ত দিয়ে হলেও ওই মানুষটাকে বাঁচিয়ে এসো।